মেম সাহেব,মেম সাহেব,
আসবে তুমি আমার স্বপ্ন দেশে ?
যেখানে হৃদয়ের খেতে গোলাপের সাথে
স্বপ্নরা ফুলের চাষ করে ।
ভণ্ডামি আর পাগলামির না হয়
মৃত্যু হল হয়তো তাহা হবেই একদিন ,
তোমার হৃদয়ের জৈব সারে...
স্বপ্নের সাথে গেছে মিশে কবিতা
ও স্বপ্ন কবি !
আমি যে নামেই ডাকি তোমায়,
তোমার তুলনা শুধু তুমি,
স্বপ্ন নামের, দুষ্ট মেয়ের মিষ্টি আলাপে..
হাসবে স্বপ্ন কবি তোমার বাগানের লাল গোলাপে..?
আমি তো কাহারো কবি নই আমি যেন তোমারি স্বপ্ন কবি,,
তাই তো তোমার ছবি হৃদয়ের মাঝে আকিঁ।