ও কার ছাঁয়া?
চেনা চেনা মনে হয়!
ও কার ছাঁয়ার প্রতিচ্ছায়া?
ঢেউ তুলে হেঁটে যায়,
কে মায়া বনে?
কি খেলা সারা বেলা
চলেছে মনে মনে!
কেন সে মনের মাঝে
জ্বালিয়ে দিল স্বপ্ন আলো?
কোন ভুলে সে এই পথে
হেঁটে গেলো!
প্রতিক্ষণে সে স্বপ্ন মায়ার
আমায় ধরে রাখে ।
সে আমার স্বপ্নের জগৎ,
সে আমার প্রথম প্রেম,
আমার প্রথম স্বপ্ন,
আমার অচেনা মুনিয়া পাখি।
কি আর করি,স্বপ্ন পাখি
অনেক দূরে আছে জানি,
কাগজে তাহার নাম, আঙ্গুলের
ছোঁয়ায় তারে হৃদয়ের খুব কাছে টানি।
কিন্তু আমার মুনিয়া পাখি খুব অভিমানী.?
সে তো আমার স্বপ্ন ছাড়া কিছু নয়,
তবুও তারে জীবনেরই অংশ মনে হয়।