বর্ষার শেষে আসে
শরৎ ও হেমন্ত,
সারা আকাশ জুড়ে ভেসে বেড়ায়
মেঘের ভেলা খন্ড খন্ড।
এসময় ফুঠে শিউলি,শিমুল,
রজনীগন্ধা আর সূর্যমমুখী,
তাইনা দেখে কবির মন
হয়ে গেল যে সুখী।
ফুলের ঐশ্বর্য আছে বলেই
বসন্ত ঋতুরাজ,
দেখিতে কত সুন্দর লাগে
সকল ফুলের সাজ।
গ্রীষ্মকালে চম্পা,বেলী করবী
আর সুগন্ধী ফুল ফুঠে,
বর্ষাকালে কদম,কেতকী,জুই দোপাটি
বাগান মোহনীয় হয়ে ওঠে।
এমন ফুলের বাহার কোথায়
খুজে পাবে নাকো তুমি,
সে ফুলের জন্য গর্বিত হয়
আমার জন্মভূমি।
বিবিন্ন ঋতুতে প্রকৃতি যে
ফুলের মেলা বসায়,
নদীর দুই তীর কাশফুলে
সাদা হয়ে যায়।
ছেলে মেয়েরা দল বেধে
বকুল তালায় আসে,
ফুল দেখে চোখ জুড়ায়
সুগন্ধে মন ভাসে।
সকল ফুলের গাছ আমি
যখন দেই দৃষ্টি,
তোমার কাছে নত শির কারণ
তুমিতো সব কিছু করেছ সৃষ্টি।