স্বপ্ন-পথ আজ উল্টো-মুখী
জীবন সাজিয়েছে কোন এলোমেলো রাত,
স্বপ্ন পাখির সনে যত লেনাদেনা
দেখি আজ তার সংঘাত ।
অন্ধকার মাখা সেই পথ খানি
থেমে যায় চলার গতি,
অরুণিমায় আঁখি অস্থির বড়
অচেনা সুখ লাগে অমরাবতী ।
প্রেম পরিণয় এলো অভিনয়ে
অঝোরে ভাসাতে বুক,
অচেনা প্রেমের জ্বালা দিয়ে গেল
কেরে নিল আমার সব সুখ ।
ছিল যত আশা স্বপ্ন ভালবাসা
মরীচিকায় গেছে মিশে,
ভরিয়া উঠেছে অশুদ্ধে জীবন
ভরিয়া উঠেছে তাহার স্বপ্ন বিষে ।
বাতাসে ভাসে দীর্ঘশ্বাস আমার
মিশে যায় স্বপ্নপূরে,
কিছু নাই আমার কিছু নাই এ
হৃদয় খাঁচার ঘরে ।