রাত পাহাড়ে একা বসে আছি
মন সাঁজাতে চোখে কত কিছু আঁকি।


কখনোবা তোমার হাতে হাত রেখে
কখনোবা নীল আকাশের আসে পাশে
কখনোবা ভরদুপুরে নদীর তীরে।


হ্যাঁ আমি রাত পাহারে আছি
মন সাঁজাতে চোখে কত কিছু আঁকি।  


যাই ছুটে অদূর দূরে দূরান্তরে
একা একা ক্যাম্পাসে, নীরব আমি সেমিনারে,
কখনোবা অঝোড় ঝড়ে মন খারাপে।