”স্বাধীনতা তুমি”
     আরিফ আহসান
     তাং-১৫-০৮-১৯ইং


স্বাধীনতা তুমি কবির
কণ্ঠের ঐ বজ্রধ্বনি
স্বাধীনতা তুমি বিজ্ঞের
শব্দের গাঁথায় বাণী।


স্বাধীনতা তুমি মায়ের
আঁচল শীতল ছায়া
স্বাধীনতা তুমি বধূর
মুখের আদর মায়া।


স্বাধীনতা তুমি হারানো
স্বজন স্মৃতি বেদন
স্বাধীনতা তুমি বোনের
সম্ভ্রম হৃদ ছেদন।


স্বাধীনতা তুমি যে লক্ষ
শহীদের পুণ্য ভূমি
স্বাধীনতা তোমার মাটি
শ্রদ্ধার ভরেই চুমি।


স্বাধীনতা তুমি মজুর
আর মাঝি মাল্লার
স্বাধীনতা খুলে দাও ঐ
সুখ ও শান্তির দ্বার?


    ঢাকা,বাংলাদেশ।