মনে হয় অনন্তকাল
পার হয়ে এসে
দাঁড়িয়েছি এক বিস্তীর্ণ
দিগন্তরেখার সীমারেখায়।


এগোনোর পথ নেই
ঠায় দাঁড়িয়ে অপেক্ষা
নিশ্চিত মৃত্যুর
তোমাকে ফেলে এসেছি
ঐ দূর নীলিমায়।


হাজার হাজার গ্রহ তাঁরা
আর গ্রহাণুপুঞ্জের ভিড়ে
এখান থেকে ছোঁয়া যায় না।


নিহারিকাবিষ্টত তোমার প্রেমালাপ
শুধু দু'চোখ ভরে দেখাই যায়
কিন্তু তাকে পাওয়া যায় না।


আর তাদের মাঝে
তোমার উজ্জ্বল ব্যক্তিত্ব
কেমন করে উজ্জ্বলতর
হচ্ছে অনাবিল।


তোমাকে ভালোবাসার
গৌরবে রোমাঞ্চিত হই
আর প্রতিবার যন্ত্রণায়
হয়ে যায় আরও নীল।।