দৃষ্টি মেলতেই দিগন্তবিস্তৃত
হলুদ সরষে ক্ষেত।
ভোরের মিহি কুয়াশার আস্তরণে
ঢেকে গেছে বনান্তর।
নীল আকাশ মাঝে মাঝে
সাদা মেঘে জমে আছে।
দূরগামী মেঘের ভেলায় ডানা মেলে
সারি সারি বক উড়ে যায়।
দূর কুয়াশার ফাঁকে
কমল রোদ্দুর এর হাতছানি,
অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম।
দূর হতে ভেসে আসে সমুদ্রের গর্জন
যেন হৃদয় টাকে ছুঁয়ে যেতে লাগলো
নীলিমাকে সঙ্গী করে ছুটে চললাম,
সমুদ্রের কাছে।
নীল সমুদ্রের জলের বুকে জেগে উঠা
এক জনশূন্য দ্বীপ।
ঢেউয়ের বুকে তরী বেয়ে
চলে গেলাম দু'জন সেই সীমানায়।
নোঙ্গর গাড়া হলো সেই দ্বীপে
আমাদের ভালোবাসা খুঁজে পায় কুল।
নীল আকাশের নিচে নিরভে নিভৃতে বসে রইলাম জনশূন্য দ্বীপে।
এই ভাবে কেটে গেলো অজস্র কাল।
সন্ধ্যা নামতেই হাড় হিম করা
ঠাণ্ডা বাতাস বইতে শুরু করল
খড়কুটো জ্বালিয়ে দুপাশে
দু'জন বসে রইলাম।
চোখে চোখ রেখে দেখা
শব্দের প্রাচুর্যে কথা না বললেও
অনুভূতির প্রগাঢ়তায় যেন,
অবিরাম কথা বলে যেতে লাগলাম।
সমুদ্রের ঢেউ গুলো মাঝে মাঝে,
আছড়ে পড়তে লাগল নীলিমার সম্মুখে
ঢেউগুলো যেন ভালোবেসে
ছুঁয়ে যেতে লাগলো নীলিমার কাব্যিক শরীরে।
সমুদ্রের ঢেউয়ের আলতো ছোঁয়ায়
মাতাল করা এক অনুভূতি
ছুঁয়ে যেতে লাগলো হৃদয়ের আঙিনা।
আমি উন্মাদ হয়ে গেলাম
আমি ফিরে যাবো না এই জনশূন্য দ্বীপ থেকে
কে থামাবে আমায়?
নীল সমুদ্রের এই জনশূন্য দ্বীপে..............