এইতো সেদিন,,
ডাক পড়ে ছিল তোমার সম্বর্ধনা সভায়,
ইচ্ছে ছিল তোমাকে নিয়ে কিছু বলার।


তোমাকে কিছু বলবো আমি
সেখানে পৌঁছে দেখি আগেভাগে সবকিছু
বলেছে তাই কিছু বলা হলো না আমার।


তোমাকে বলতে পারেনি আজও
কোন এক নিরাশ প্রান্তরে নির্জন দাঁড়িয়ে
গাছের ছায়াতে ঠোঁট বন্দী উষ্ণতায়;


তোমাকে আমার হারিয়ে যাওয়ার গল্প
কিংবা ঝিঁঝিঁ পোকার ডাক,
কোন এক নির্জন সন্ধ্যায় সোঁদা মাটির গন্ধে।


তোমার আমার মাতাল হবার স্বপ্ন যত
অপ্রকাশিত থেকে গেছে তোমার লম্বা চুল থেকে চুঁইয়ে পড়া বৃষ্টির জল।


তোমার আমাতে একান্ত হবার
শরীরী আবেদন, রঙিন প্রচ্ছদে মোড়ানো
ভালোবাসার ভালো লাগার আবেগময় অনুভূতির কথা।


বলা হয়নি আরও ছিল অনেক কথা
নিশচুপ হয়ে কেবলই পালিয়ে এসেছি
শুধু তুমি জেনে রাখো
আমি একমাত্র তোমার প্রিয়জন।।