চারিদিকে যেন ছায়া ঢাকা অন্ধকার
ধীরে ধীরে ঢেকে গেছে নীল আকাশ
দরোজার সামনে মৃত্যু গেড়েছে আস্তানা
শিশির ভেজা ক্ষেত বাঁচিয়ে
জীবন খুঁজে কুয়াশা ঢাকা আলপথ।


ভোরের আলো যেন রোদের মুকুট পরে
দাঁড়িয়ে আছে বিশ্ব জগৎময়
মেঠো পথের ধুলোয়
হাওয়ায় মিষ্টি গন্ধ শুঁকতে শুঁকতে
দূর্বা ঘাসের পথ মাড়িয়ে
একাকী পথিক নিয়েছে বাঁচার শপথ।


নিঃসঙ্গ পৌষের চাঁদ একাকী নীরবে
স্বচ্ছ জলের আয়নায় দেখে আপন প্রমাদ         জনহীন জীবন আঁকাবাঁকা জনপথ
ছুঁয়ে যায় গ্রামের মেঠো পথ।


হাড় হিম করা উত্তরের হাওয়ায়
দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়
আমি একা একা অন্ধকারে
হাতড়িয়ে খুঁজে বেড়াই আজও,
আনাচে-কানাচে খুঁজি শুধু
নিখাদ ভালোবাসার পরশ।