যতো লিখো কবিতা তাতে বলো সুখ ?


মনের মাঝে সন্দেহ এলে,ভাসে এক বুক ।


টানে এক ভাব আসে,তাতে আছে আশা ?


মিছে তুমি লিখো যাকে,বলো' কার ভালোবাসা ?


শুধু-শুধু কলম চলে; ললাট থাকে ভাসা !


সোজা পথ বেকা হলে কঠিন এক দশা ।


লাজ-লজ্জা এসে গেলে,চোখে কেনো পানি !


ধৈর্য্যর থলি,হাতে নিয়ে;হাঁটতে শিখো খানি ?


যার উপর কেহ নাই,কতো পথ খোলা তার !


 খোঁজে-খোঁজ,খোঁজ নিলে মিলেই একবার ।


বারে-বারে হোঁচট পেয়ে পিছপা কেনো পা ?


হাজার তারার মাঝখানে চাঁদের আলোটা !


সয়ে-সয়ে জ্ঞানী যাপন, বয়স নাহি হারে !


খ্যাতি করো বাস্তবতা,যারা অন্ধকারে ঘরে ?