বলো-বলো হে" ভূঞাপুর,যমুনা কার ?
 যৌবন টলমল উড্ডো কেনো পাড়।
উদাস কেনো আবেগ ছলছল আঁকি?
ঘেঁষে যায় তরু গুলি-উড়ে কেনো পাখি। ????
ধূ ধূ কূল কেনো মায়া কেনো তার !
জিবন- যৌবন দিবো করো "হে পার ?
চোখ কেনো পড়েনা করুণার কায়া ?
পড়ন্তে ডুবাও কেনো পরনের ছায়া ।
তিন কাল কাঁদে কেনো তোমারই পাড়ে
সব ঝুলি কেনো হেরি তোমারই ঘাড়ে ?
ললনার রুপ জলে ঘোরে বননতা সেন
তাহার উপরে ব্রীজ-শকটে বহমান ট্রেন।
কোথায় আবেগ ছুঁয়েছো বলে হে" কার
ধরনী হেরেছো হেরিনি যমুনা তার !!!
কিসের রত্ন কিসের স্বর্ণ পাহাড়?
বক্ষ ঘুড়ে দেখো যার !
যমুনায় যৌবনটা বহিছে (আজ‌ও)
- বাঙালি ঘরে ঘরে তার ।