ভাইরে,ঔ যে আমার নদীর
পাড়ে নীর ?
মোর পাহারায় রাখছি ধরে
শিয়াল পন্ডিত বীর।
আমি তো ভাই গাঙে নদীর
ডিঙি নৌকার মাঝি ?
সন্ধ্যা ঘনি নৌকা চালাই
বিয়ের বেলায় কাজী ।
ছোট্টো ছোট্টো কুটির মোরে
ছোট্টো মোদের পাড়া!
পাড়া পড়শী বন্ধন জুটি
কেউ কারো নয় ছাড়া।
রৌদ্র দায়ে সোনার দীপ্তি
জ্বলছে ঝিকিমিকি!
রাতের সাজে মাথা-মুরব্বির
আদব কায়দা শিখি?
আমার গাঙে দেখবি শোভা
বঙ্গ নদীর জল !
ঔ কোণাতে রবি অস্ত
নায়ক নায়িকার দল ।
আমার পাড়ায় আসলে রে ভাই
দেখবি কতো আশা ?
দল গুচ্ছো সাঙ্গ বেঁধেই
মিটবে ভালোবাসা ।
এই নদীর পাড়ে মধুর টানে
কনসার্ট,ওয়াজ-মাহফিল রতো !
গ্ৰাম্য বাংলার উদাস মনন
সাধ্য সাধন,স্বপ্ন শতশত।