যে খুঁজেছে পথের আলো,সে পথেতেই ধস ?

যে করেছে সুখের আশা,সেই করেছে লস ।

ষোলো জাতের ঘোলো নেতা,বলো তাহার নাম ?

আক্কেলপুরে রাগ থেমেছে,নজরবন্দি রাম !

শ্বশান ঘাঁটির চলা বাঁশে,হাজির হলো জ্বীন !

গৌতম ঘরে হাজির মালা ধর্ম পাড়ে নিন ।

অকুল-নকুল,শকুন তলা,বকুল ভরা মাঠ !

ভাইয়ের-ভাই আবোলতাবোল,ব‌উয়ের ভাই লাট ।

মিলের বিলে কিলের ঘর,শকুন হাসে দুরে !

জাতের ছেলেক কাজ দেখালে,এমনি হাঁটে খুঁড়ে ।

মুখে-মুখে,মুখের হাসি,অন্তর কাটে ঘাস ?

নেওয়ার বেলায় সবাই আসে,দেওয়ার বেলায় লাজ !

যে দেখেছে আলো-বাতাস, কে বলেছে তোক?

আশ্চর্যের বিশ্বে লখি কুট্টি মরা শোক ।