ছাড়িয়ে যাবার নয় রে' আমি
ফিরিয়ে আসার ছেলে !
মায়ার জালে মুগ্ধ আমি
গ্ৰাম্য মায়ের কোলে ।
সবুজ-শ্যামল মাঠ ঘিরা ওই;
বিল ভরা ওই জল !
মন চেতা ওই' রঙিন শোভা
নীড় ফিরানো দল।
বন্ধু-স্বজন সুলভ আমার
বাল্য টানের মন ?
শহর চেয়ে অধিক ভালো
গ্ৰাম্য মায়ের কোণ।
ঘেঁষিয়ে ঘিরা; পল্লী জনের
চাল চলনের দল।
আজ হেরিলাম ক্ষেতের গাঁয়ে
সৌখিন ডোবা জল।
মেঘ আড়ালে স্নিগ্ধ রোদন
সমির দোলাদোল!
বৈশাখেতে ঝড় রুখি হে"
জ্যৈষ্ঠ মিলায় ফল।
নবো রত্নের ফসল মোদের
পুরান রত্নের কদর!
আমার গাঙে ফিরলেই রে" ভাই
গ্ৰাম্য মায়ের আদর।
(সংক্ষেপণ)