রাতটা হলেই কান্নাকাটি
লখি এই সমাজের বুকে !
কিভাবে যায় দিন গুলি তার
কান্দে ফুফে ফুফে ।
সমাজ মানেই বিষাদ জ্বালা
কেউ রাখে কি খোঁজ ?
আড়ির কানে কান রাখাটা
বাঙালির এক দোষ।
কেউ কান্দে মাঝার ব্যথায়,
কেউ কান্দে আশায়।
যুগ ছেলেরা মানুষ হলেই
-ছুটছে বাসায় বাসায়।
দুর্বলতার সুযোগ যখন
দুর্বলতার ঘরে।
থাকতে সন্তান খোঁজ মেলে না 
সুইসাইডে মরে।
কেউ কান্দে মেয়ের ব্যথায়
পরের বাড়ির জ্বালা।
পাঁজর ভাঙা বাপ মা যখন
সব দুয়ারে ফালা।
কারো দিনটা হাসি-খুশি
কারো নাইরে বছর,মাস!
কারো বসত চাঁদের দেশে,
কারো দেখি জলের কোলে বাস।
কতো লোকের কতো ব্যথা;
গ্ৰাম্য-শহর জুড়ে।
যৌবন মানেই হাসি-খুশিই,
বৃদ্ধের মরা যায়রে খুরে খুরে।
অভাব ঘরে রাতের জ্বালা
কষ্টের জ্বালা দিন।
শোকের মরা থাকতে বেঁচে
কাড়িয়ে যখন নিন।
এক অভাবটা কর্মহীন
বয়স শেষের ভার ।
এতিম ন্যায়ে থাকে চেয়ে
এই সমাজের দ্বার।