ঘরে ঘরে রুটি
হারিয়ে গেছে সেটি
রঙ বেরঙের জলেঙগাতে
কি যে বড়ো শাটি।
রাস্তায় রাস্তায় ফাটা
ব্রীজে ব্রীজে কাটা!
বোয়াল মারার ধুম পড়েছে
পথ দিয়েই যায়নি হাঁটা।
হাসসুরোর এক কাল
কারেন্টের ছিলো জাল!
নদীর স্রোত বিল গড়াতেই
ভরিয়ে গেছে খাল।
ভাঙা খাদে খাদ
ত‌ওরো জালে জাল।
বেড় বলো আর পেলি বলো
মাছ মারার এক কাল।
বৃষ্টি ছিলো সাত দিনেতে
সৃষ্টি হলো বান!
বাঁধ ভাঙার ঐ তলানিতে
দুঃখে পোহায় গান।
পাঠশালাটাও ডুবিয়ে গেলো
মাথায় নিয়ে ব‌ই!
কতো ভাঙা সাঁতরে ছিলো
যাকে স্কুল জীবন ক‌ই ?
আনন্দের এক কাল ছিলো
স্বপ্নের ছিলো পাড়া!
দারিদ্র্যতার পথটি বয়েই
বাঙালির এই ধারা।