গৃহ দিলো অন্ন দিলো
উন্নয়ন দিলো সাথে।
উপবৃত্তিতে, ওরা শিক্ষিত দিলো
চাকরিত মরে যাতে।
ভাতা দিলো বেতন দিলো
দিলো কৃষি কার্ড।
ওরা গুদাম ঘরে নিয়ে গেলো
কলেজট্রেনের হাট।
বরেন্দ্র দিলো বাঁধ দিলো
দিলো করের বোঝা।
বারো মাসের পুজাত দিলো
এক মাসের রোজা।
গনতন্ত্র দিলো সেবা দিলো
দিলো ৯৯৯ কল
দেশের মানুষ খাওয়ার আগেই
বিদেশ গেলো ফল।
সংবিধান দিলো নির্বাচন দিলো
বিদ্যুৎ দিলো ঘরে।
কোন দুঃখতে আজ‌ও বলি
বাঙালিরা মরে।