গগনে উড়িয়ে মেঘ,বৃক্ষ দোলে দোল !


আঁধারে নেমেছে ধরা,শব্দ হুংকা বল ?


বায়ূ বয়ে বৃষ্টি ঝরে,থেকে থেকে ঝড় !


আলয় বাড়িয়ে বাড়ি,হাসসুরো ভর ।


কালেমা,বেদ,হাকিলো শনশন শব্দ;


টিন,বদনা ফাটিলো, বুড়ো-বুড়ি জব্দ ।


বয়ে উত্তাল হাওয়া-উথাল পাতাল !


মাঝরাত্রি বপু নড়ে আলস্য বেতাল ।


ঘুম হারা রাত জাগা,গুড়ুম-গুড়ুম !


ভাঙে বৃক্ষ, মগ-মূল বেদনার ধুম ।


পক্ষি,অবলা,নিস্তব্ধ পড়ে বিদ্যুৎ ঠাটা ;


হলো অঝোরে বরষা বিলম্বিত ঘাঁটা ।


হঠাৎ নড়িলো সময় হাকিলো আযান,


বর্ষ বরণে ভরসা বঙ্গ খোলো প্রাণ ।