না হয় স্বপ্নই দেখেছো,তাই উঠতে এতো দেরি !


চেয়ে দেখো আলয় উঁকিতে রৌদ্র ভরা ?


গোরু-ছাগল, হাঁস-মুরগিও অন্ন পাগল ;


বসে নেই সময় ঠিক মাথার উপরে !


মুরগিও কড়কড় করছে তবুও জাগলে না ?


ক্ষিপ্ত বিড়াল তাড়া করছে ইঁদুরকে,


আঙিনায়,ছোটো-বড়োর কথার বলি ছুটছে;


তবুও তুমি উঠলে না ?


রাস্তায় মাইকের কোলাহল,অন্ধ-ধন্ধ মেঘ;


গোরু-ছাগল চিৎকার করছে জাগ্ৰত সব !!!


তবুও তুমি উঠলে না ?


কৃষাণি নকুল খেয়ে ক্ষেতে চলছে-


আর স্কুল-গামি, ব‌ই ডালি নিয়ে স্কুলে ছুটছে !


কলেজ পড়ুয়ার বিলম্ব হচ্ছে,খাবার অন্ন সংকটে ?


তবুও বকাবকি ও শোরগোলের বহুক্ষণ মত,


তাও তুমি উঠলে না ?


চেয়ে দেখো কিচিরমিচির ঝাঁক কূজন ?


আযানের আগ মুহূর্তেই,ওরা জাগ্ৰত দিন পাগল !


বসে নেই জ্ঞানী,কর্মী,পেশাজীবী,ব্যবস্যায়ি,অন্যান্য;


সবাই সবার জন্য কর্মের দিশেহারা !


তবুও তুমি উঠলে না ।