দুখের ঘরে জন্ম যাহার সুখ থাকে কম;


উপর-ভিতর,জ্বালিয়ে-পুড়িয়ে,উধাও হয় মম ।


পুরান সুর নব সাজে তারি আশায় বসে !


আশ্বাস আর মিথ্যা বলিই জীবন যাবে খসে ।


আশার ছলে হিম্মত নতো,কাটিয়ে দিবে দিন;


সংসারটা বেলুন ফাঁপা হায়হুতাশে ঋণ ।


গোষ্ঠি, সমাজ, ধর্ম,কূল- জাতির যতো ছল !


মনো কথা বলতে নিষেধ দূর্বলের এক বল ।


স্বয়ং পোঁটলা তলিয়ে যাবে ধৈর্য রবে সয় !


সহ্য করেই জিতিয়ে নিস মনুষ্যত্ব জয় ?


গুপ্তো মনে ঘামিয়ে ঘাম ডুকরে রাতে দিনে ;


অশ্রু ভরা অশ্রু জল‌ই দিন ফিরিয়ে আনে ।


তিব্র জ্বালা সংকটতে ঘিরবে চতুর মরা !


বুক ফুলিয়ে উর্ধ্ব শিরে ধৈর্য রাখিস তোরা ।