দিপ্তী ভরা গ্রীষ্ম দুপুর,স্নিগ্ধ মায়া মুখ !


বটবৃক্ষ" বাঁশের ঝোপে ক্লান্ত জুড়ায় বুক ।


উদাস-উদাস মনহারিনী,উড়াল বহে ধূলা !


বৈশাখের আজ পান্তা ভাতে নববর্ষের মেলা ।


মন ছুটেছে বাসন্তী'তে, সবুজ-শ্যামল কাড়ে !


কৃষ্ণচূড়ায় দোল-দোলনির, মন তৃষ্ণা বাড়ে ।


কৃষক বলো শ্রমিক বলো,ক্ষেত খামারে বাহির ?


স্বপ্ন আশা দিগ-দিগন্তে, ছুটেছে মনের নাহিড় ।


নদী জলে তল-তলনী, রৌদ্রে বালির ঝলক !


এই জীবনে সেই হেরেছে, নয়ন আবেগি পলক ।


শুকনা পাতা ঝরিয়ে পরে হারিয়ে আজি মন !


গ্রীষ্ম আমার শীর্ষ হৃদয়,মন দিয়ে আজ শোন ?