নোলনা' ঘাটের কলসি ছেড়েছো !


জলের দোল ছেড়োনা ।


হস্ত মেলাও,চুম্বনে ভরে দেয় এক গাল ?


বারণ করি অকারণে ছল নিয়োনা ।


তাকিয়ে দেখো,ওপারে মেঘো জল তুলিছে ?


অকালেই অদ্য ঘনিবে সন্ধ্যা !


বদন ঝলকানো এক অফুরন্ত দোলনা,


চরণ-তরঙ্গ ঢেউয়ে, রংয়ে মেখেছে রঙধনু ।


উপচে পরনে লখি নোলনার মুক্ত তনু !


কী নিদারুণ জুরি ভাবের মূর্তি ছায়া ?


জীবন বর্ণে দুলিছে "ওগো" নবো পূর্ণ কায়া ।


তবুও- এ মিনতি দ্বারে "সভ্য" বলে,


"নোলনা" ঘাঁটের কলসি ছেড়েছো !


জলের দোল ছেড়োনা ।