নবো সজ্জিত ধরণী,প্রাংশু দ্বার খুলিলো


-বলো সে বর্ণিনী ?


মুছিলো পশ্চাৎ,করুণা জাগ্ৰত-বারংবার,


-বলো সে তরুণী ?


নেই কোনো বর্ণ নেই কোনো লিপ্সা ?


আছে অগ্ৰগতি অগ্ৰযাত্রা ।


চৌপট তিমিরে নবো সজ্জিত নবো উদ্দ‍্যেগ,


ধরণী বিছিয়াছে অর্ধ চেয়ে অর্ধেক ?


স্বপ্ন হেরেছে,অদ্য ফিরেছে বাস্তবতা !


মানবে দিয়াছে বর্ণিনী মানবতা সেবা ।


জগত আজ শিখেছে রমণীর হস্ত চুম্বন ?


বিশ্ব এ মুঠো তলে "বলো হে নারীরই জগত ?


নেই ত্রাস, নেই নগন্য-খিন্ন করেছে জয় !


জগত এক সময়ে নারীই ছিলো ভয় ?


সর্ব ধরা সংগ্ৰামে এনেছে দুরন্ত জয় ।


ধরিত্রী বক্ষে রমণীই এনেছে দূর্গম সেরা ?


সুশিক্ষিত বিশ্ব দ্বারে দ্বারে রমণীই গোড়া ।


বেঁচে থাকো খ্যাতিমান বিশ্ব জ্যাতি ?


আলয় করুণায় এনেছো বিশ্ব ভাতি !


তুমি বীরাঙ্গনা তুমিই দুর্গম পথযাত্রী ?


লিখিল বিশ্বেই লিখিলাম,তুমিই মোদের ধাত্রী ?