ছড়ানো এই সোনালী বেলায়,শস্য মাঠে-ঘাটে !


রুপ-প্রয়াসী বঙ্গ আমার নবো রঙে কাটে ।


মুক্ত দিলে শক্ত বাঁধন যুক্ত ঘরে ঘরে ?


লাবণ্যতার মুগ্ধ খানি নয়ন কলির পাড়ে ।


স্নিগ্ধতা ঝলকানিতে মাতিয়ে সারাদিন !


রত্ন গড়া বঙ্গে আমার কে শুধতে পারে ঋণ ?


মন-মানিল্য চাঞ্চল্যতা স্বপ্ন জনো রাজ !


ভালোবাসা এক ঢেউতে বঙ্গে দোলে সাজ ।


প্রেম-পিড়িতির পদ্ম ফোটায় কোমল লাজের কলি ?


হ্নদয় মাঝে বাস্তবতায় স্বপ্ন নিয়ে চলি ।


এই আবেগের ব্যাপ্তি বেলা চত্বর সবুজ ঘিরা ?


চাঁদনি রাতে খোকা-খুকির ঘুমপাড়ানি পাড়া ।


ছলছলে আজ টলমলেতে ব্যাকুল করা ফুল ?


বর্ণিনীর আজ লাজের কলি অঙ্গে ছড়ায় ঝুল ।


নদী,হাওর,ঝিল-বিলেতে রৌদ্রের ঝরে মেলা !


কুঞ্জনের ওই বলির ঠোঁটে পাগল করা বেলা ।