মা কথাটিই কতো যন্ত্রণা পাই !


আমি কেমনে বোঝায় ভাই ?


মায়ের আদর পাইলাম না আমি ?


বালকাল হতে তাই !


মা যে আমায় ছেড়ে গেছে,


আষাঢ় মাসে ঝরে !


সর্বনাশা মাস ফিরিতেই


- মন যে আমার কাঁদে ?


কাঁদতে গেলেই বুক ফেটে যায় !


যেনো জৈষ্ঠ্য মাসের ঝড় !!


বদন বলি না ফোটাতেই,


"মাগো"কেমনে হ‌ইলে পর ?


যেথায় খুশি সেথায় যায় !


কেও করেনা মানা ?


মায়ের কবর সামনে পড়লে,


মোর মন তো মানে না ?


আঁখি মেলে কাঁদি শুধু !


মায়ের কবর পাশে ?


"মাগো" তুমি দেখতে যদি


তোয়া সন্তান কেমনে দিন কাটে ?


দুষ্টু আমি একটু বলে !


"মাগো"কেও জোটেনা কাছে ?


খাওয়া দাওয়া কেমনে চলি !


"মাগো" দেখার নাহি যাচে ?


কিৎদিন পর করলো বাবা,


আরেক নতুন নিকে ?


তারপরও দুঃখ নিয়েই


"মাগো" একটু আছি টিকে ?


রাতে কাঁদি দিনে কাঁদি !


পর-মায়ের জ্বালা ?


পানির কচু যেমনি যেমন,


"মাগো" তেমনি হলাম গলা ?


নিঃস্ব আমি একলা পথে,


তুমি থাকতে যদি মা ?


দুষ্টুমি আর অত্যাচারেও,


তোমার জড়িয়ে ধরতাম পা ?


আজকে আমি ভিক্ষুক ন্যায় !


ঘুরছি দ্বারে দ্বারে ?


মা হারা আজ দিব্যি পাগল,


কান্দি জারে জারে ?


মাগো তুমি' থাকতে যদি ?


বলতে ওরে' আমার খোকা ?


মাথার কোণায় চুমা দিয়ে,


বলতে মোরে ওরে আমার ?


- দুষ্টু ছেলে বোকা ।


সেই ডাকেরই নাই দরদি ?


আমি- অধম হতভাগা !


আমার দুখে কেহ কাঁদে না ?


কান্দে বুঝি মায়ের আর্ত জাগা ।