সুখের ডালি হাতে নিয়ে জগত বুকে অসুখ !


আপন ঘরে পরের বোঝা তবুও ভালোবাসুক ?


ন্যায়-অন্যায় চক্র বুনে,উর্ধ্ব শূলে নীর !


ধার্মিক-লম্পট সর্ব প্যাঁচে,শূন্য দোলে বীর ‌।


চেনা-জানা ছদ্মবেশী "ওরাই" এখন ভয় !


মাপের কাটি হাজার গনা সাধ্য খানি নয় ।


দুর চিনে অস্কারাটা,কাছে চিনে ক্ষতো;


হেরিয়ে যাওয়া মানেই নয়,একবারে হ‌ও নতো ।


সাবধানটাও ভন্ড ধোলায়,মিথ্যা চতুর ধরায় !


ভালো-মন্দ,মন্দ-ভালো-তারি দেখি বড়াই ?


থাক-থাক কৌশল বুঝ,দুর্বলতায় ভুল;


রাস্তা শুধু,রাস্তা নয়-রাস্তায় আছে পুল ।


মুখ ভঙ্গি প্যাঁচের মত,বলি" নেংরা,কানাই বদ !


আড়ির কাছে হাদিস খুললে,থাকবে না "তোর" সত।