সময় চলে নিজের নিয়মে,
থেমে না কারো আহ্বানে কদমে।
যে সময় বুঝে কাজে লাগায়,
সেই জীবনেই সফলতা ছায়ায়।

শুধু বাহারি বিলাসে দিন না কাটে,
কাল হয়ে যাবে না ফেরার রাতে।
ফেসবুক, গেমে সময় ভাসালে,
অভ্যাস বদলায়, জীবন ফাঁসালে।

জ্ঞান চায় শ্রম, চায় সময়ের দান,
বিনিময়ে মিলে গৌরব সম্মান।
অবহেলায় গেলে শিক্ষা দূরে সরে,
অন্ধকার গ্রাস করে জীবন ঘরে।

সময় দিলে ইবাদতের টানে,
আল্লাহ দেন শান্তি হৃদয়ের প্রাণে।
একটুখানি সময় যদি কোরআনের হয়,
তোর রূহে নেমে আসে নূরের আবয়।

মা-বাবার পায়ের তলে সময় রাখিস,
তাদের খুশিতে খোদার রহমত ডাকিস।
অবহেলায় দিলে যদি তাদের বেদনা,
বুঝে নিস — সে জীবনে নেই প্রশান্তি সনা।

বন্ধুরা যাহারা সময় খায়,
চোখে মোহ, মনে বিষ ঢুকায়—
তাদের থেকে দূরে থাক সজাগ,
কারণ তোর জীবন বড়ই দুর্বাগ।

যারা সময় দেয় সৃষ্টির টানে,
তাদের নাম ওঠে সম্মানের গানে।
যারা গাফিল, হারায় দিশা,
তাদের জীবনে থাকে কেবল নিঃশ্বাস-দুশ্চিন্তা।

প্রিয় নবী দিয়েছেন এক পথ,
যা ধরে চললে সফল হবে রথ।
তাঁর সুন্নাহই সময়ের মূল শিক্ষা,
তাঁর দেখানো দিকেই আছে মুক্তির রেখা।

আজ যদি সময়কে করি শ্রদ্ধা,
কাল মিলবে জান্নাতের প্রতিদান ও আস্থা।
আর যদি কাটে অলসতায় ক্ষণ,
নিশ্চয়ই আসবে ভয়াবহ বিপণ।

হে আল্লাহ!
আমাদের সময়কে করো কল্যাণময়,
তোমার সন্তুষ্টিই হোক জীবনের পরিচয়।
ইসলামের পথে কাটুক প্রতিটি রাত-দিন,
জান্নাত হোক আমাদের চির গন্তব্যের চিন।