২০২৩; জীবনের দুই দশক গেল চলে,
আমি বেঁচে  আছি, একটি ঘাসের মতো
কখন গাড়ির চাকার নিচে যাব পিষে,
তবুও আমার দেহে ফুল ফোটার অপেক্ষা
বসন্ত আসবে না, সরু হলো জীবনের রেখা।


২০২৩; আমি তোমাকে অমাবস্যা বলিব,
জীবন তরীর পাটাতন দিয়ে গেছে ভেঙ্গে
সর্বনাশা কাণ্ড! পানি ঢুকছে-বেরুচ্ছে অহরহ!
এখন উপায় তবে! সলিল সমাধি হবে?
হাসি নাই, কান্না নাই, আনন্দ বিলীন,
জীবন চক্র নিমজ্জিত গতি তার রূপকে হরিণ।


২০২৩; এক আকাশ সমান কষ্ট দিলে,
এমন তো ভাবিনি কখনো অন্তর দিয়ে!
বিদায়ের বেলা কোনো তবে তুমি-
আমার আকাশের চাঁদ কেন ডুবিয়ে দিলে?