এ কেমন বিভৎস রূপ তোমার, কেমন অপদস্থ!
আঁখি জলে ভেসে আছে আজ ধুসর বালিচর,
এ কেমন অহর্নিশি মনঃকষ্ট, যেন প্রাণ অসুস্থ।
যদি হতো ডাক, কে মনঃস্থ প্রতিবাদ, সাক্ষ্য প্রহর।


কত দিবস রজনী গেল কত গল্পের হলো জন্ম,
স্বার্থের কদাকারে কত সহস্র জীবন হলো ছন্ন।
তবু আপনার তরে রাখা আছে মনের উজ্জ্বল কোণ,
আছে শত হিসেব-নিকেশ, আছে জীবনের আলোড়ন।