হে মানুষ,
ধরণী এক রঙের মেলা,
এখানে অবিরাম চলে যাওয়া আসার খেলা।
মাঝে বইতে হয় জীবনের বোঝা একেলা।


হে মানুষ,
বুঝে আসে না তোমার? ছেড়েছে তরী।
তরীর মাঝে নিজের পাবেনা কোনো সঙ্গী,
আসা যাওয়ার খেলাতে হও তুমি সুকৌশলী।


হে মানুষ,
মৃত্যুই পরিণতি বিলুপ্তির যাত্রার অন্তিমক্ষণে,
বার্ধক্যের সেই মৃত্যু খেলা বুঝবে না যৌবনে।
স্বার্থহীন লক্ষ নিয়ে চালাও নিজ নিজ তরী!


হে মানুষ,
সাফল্যমণ্ডিত আকাঙ্ক্ষাও জীবনের প্রকাশ!
আশার আলোয় জীবন সাজাও, সত্যের প্রতি,
দূরে রাখো জীবনের হিসাবে লাভ আর ক্ষতি।


হে মানুষ,
মৃত্যুর প্রতিচ্ছবি তুমি দেখিবে সহসা বারংবার,
ব্যাপক দাহনে ছাই হবে ধরণীর সব আয়োজন
চতুর্দিকে বেঁজে উঠবে ইস্রাফিলের মহা হুঙ্কার।


ওগো মৃত্যু,
যদি আসতে তুমি সুসময়ে অথবা হতে শূণ্যময়
নিখিল বিশ্বে দেখতে পারতাম নতুন তাল লয়,
কিন্তু তুমিই সেই রূপ, থাকো ধরণীর কোলে!
জগৎ সংসার যেমন করিয়া সূচনালগ্নে দোলে।