তিনি  আজও বসে আছেন সূচিভেদ্য পর্বতে,
পরশুরামের কুঠার হতে, বৈকুণ্ঠের পথে।
ছড়ানো রুটির নেপথ্য মিশে আছে রক্তের দাগ,
পাচারের গন্ধে গন্ধে শাসকের চক্ষু তির্যক।


হায়নার থাবায় ধ্বংস সমাজ, হাত এখন ধর্মে,
নূহ নবীর নৌকা আজ রাজনীতির প্রহসনে।
তিনি নাগরিক, সকলেই আজ কুঠার হাতে,
শাঁকচুন্নির দাঁত তুলে, ঘাড় হতে মস্তক নিবে কেটে।