হে প্রেয়সী, স্বপ্ন তোমার আঁখিতে বুনেছি,
জেনেছিলাম তোমার নিঃশ্বাসে মোর প্রাপ্তি।
হে বিদেশীনি, চন্দ্রিমার ন্যায় দিয়েছিলে উঁকি,
শেষ বিকেলের প্রান্ত ছোঁয়ে, তোমাতে সুখ খোঁজি।


আবেগের তরে সমাপ্তি নয়, ভালোবাসি!
মনে চায় যেন সবটুকু দিয়েই ধরে রাখি।


প্রেম, প্রীতি, ভালোবাসা!
কখনো হয় সর্বনাশা কখনো নবীণ আশা।


প্রণয়ের বহুরূপী থেকে উদ্বেলিত তুমি!
যদি বলো তবে আকাশ বাতাস মহাকাশ ছাড়ি।
তোমার কি আছে মনে, প্রণয়ের সূচনালগ্ন?
পূর্বত অন্তিমের সূচনায় যেন তোমাকেই দেখি।