তোমারে নিয়া লিখিব কবিতা
ভেবেছিনু মনে মনে,
শরতের মাল্য গাঁথিয়া রাখিয়াছি
মনে পড়ে ক্ষণে ক্ষণে।


তুমি যে বসন্তের রঙ্গিন কৃষ্ণচূড়া
যেন রক্তিম সূর্য ঝড়িয়া পড়ে,
নয়নে নয়নে রাখিব তোমায়
কাজলে আঁকিও মোরে।


বর্ষায় ভাসাইবো ডিঙ্গি দুলিবে আকাশ
ডুবাইবো সূর্যি,উঠাইব ঝলসানো চাঁদ।
ওগো প্রিয়া,ধরিয়া দেখো হস্ত,
হইব না বেকুল,হইব না তটস্থ।


তুমি কাব্য, তুমি কবিতা
আর কতকাল কাটাইব তুমি হীনা?


যেন নিশাচর,
আকাশের দিকে তাকাইয়া ভাবিতেছি,
আসিবে কি? ওগো মোর প্রিয়া
তোমারে একটিবার দেখিবার অলক্ষ্যে
ছাই হয় মোর হিয়া।


তাহারে খুঁজিয়া বেড়াইতেছি আমি
দিয়াছি যেন সহস্র পথ পাড়ি,
পাথরের বুকে বাজিয়া ওঠে
অপূর্ণ ভালবাসার সর্বহারা বংশী।