তুমি যদি চাও তবে আমি-
তোমায় একশো ফানুস দিতে পারি।
তুমি যদি চাও তবে আমি-
তোমায় নিয়ে আকাশে দিবো পাড়ি।


তুমি যদি চাও তবে আমি-
তোমার জন্য হাজারটা গোলাপ আনি।
তুমি যদি চাও তবে আমি-
তোমার জন্য টিউলিপ বাগান করি।


যদি তুমি চাও,
আকাশে এক পশলা মেঘ জমুক।
তবে আমি সৃষ্টিকর্তাকে বলি-
এই শহর জুড়ে  রেইনলিলির আনন্দ হোক,
বৃষ্টিরা আকাশ থেকে অঝরে নামুক।


যদি তুমি চাও তবে আমি-
এক পশলা শুভ্র মেঘ আনি।
যদি তুমি চাও তবে আমি-
শহরের বুকে পুষ্ট হবে রেইনলিলি।


আর যদি তুমি আমাকে চাও
তবে আমি তোমার তরে বিলীন হতে পারি।
অথবা যদি তুমি চাঁদ চাও -
তবে আমি তোমার প্রতিমা আঁকি।