হয়তো চেনা পথে পথিকের বেশে হবে নাকো দেখা
যদিও হই অচিন পথের পথিক রাখবো কি আশা?
আশা নাই আশা নাই জীবনের রেখা হয়ে গেছে আঁকা,
কাঁটাতার বেড়ায় আটকে গেছে জীবনের সীমারেখা।


চৈত্রের রুক্ষতায় ঝরে যাওয়া পাতার নাই অভিযোগ,
আষাঢ়ের ছোঁয়া পেয়ে রুক্ষতা যাবে হারিয়ে মুক্তির জয় হোক।
বৈশাখের বিভৎস দমকা হাওয়ায় ভেঙ্গে পড়া প্রবীণ ডাকে-
পিছু ফেরা আর হলো না জীবনের ছন্দ গেল হঠাৎ থেমে।


করুণ চাহনির কারনে আর হিল্লোল উঠে না হৃদ স্পন্দনে,
রেল লাইনের সর্পিল গতিতে চলে পেছন ফিরে না কোনো গন্ধে।
স্মৃতির দেয়ালে আজ শুধুই সাদা কালো ক্যানভাস ঝুলে,
পরিশেষে বিচ্ছেদের সুর প্রাণহীন জীবনের প্রতি নিঃশ্বাসে।