হে মৃত্যুঞ্জয়ী, আত্মকে করো বলিদান,
মনুষ্যত্বকে করো মহীতে যোজন।
অন্তরসম মহাকাশ করো না খুয়ান,
আত্মকে করো না চাঁচল্য, বিশ্বকে করো স্বরাণ।


ওহে মহামহিম, আত্মকে করো উৎকর্ষ,
চেতনাকে করো মহৎ প্রাণ।
চাটুকারিতাকে বশে এনে করো প্রণত,
জ্ঞান করোনা ক্ষয়িত, সত্যকে করো মহান।


হে বিদ্যাপতি, মস্তিষ্ককে করো অভিব্যক্ত,
স্বার্থকে কারো পরার্থে জলাঞ্চলী,
বিশ্বকে বানাও পাঠশালা, জ্ঞান রেখো না বন্দি,
আত্মকে বিলি করো, বিদ্যাকে করো শক্তি ।


ওহে সহনশীল, বরদাস্ত করিতে প্রবণ,
হাঙ্গরকে করো দমন, ন্যায়কে করো মহান।
অন্যায়কে করো না ধৈর্য, বিনাশ করে অসমঁজস,
আত্মকে করো উত্থিত, বিশ্বকে করো মহৎ ।


কবে হবে সেই বিশ্ববিধাত্রীর মহা বিপ্লব ?
কবেই বা অন্ত হবে অসত্যের প্রহসন ?


হে মনুষ্য,
পৃথিবীকে করো বন্দি, অন্যায়ের সাথে নয় সন্ধি,
অপকৃষ্টকে করো বন্দি, সদয়কে ধরো মহাশক্তি ।