রাতেরা ঘুমিয়ে যায় নির্ঘুম জোছনায়
অনুভূতির নিঃসঙ্গ স্মৃতি হয়ে,
জেগে থাকে আমৃত্যু স্মৃতিগুলো
মৃত ডায়রির প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়।


আগুনে ঝলসানো লোহার মত
ঝলসে যায় নিঃসঙ্গ অনুভূতির জগৎ,
জেগে থাকে এক অশরীরী আত্মা
যেখানে গড়েছিলাম স্মৃতির মাহাত্মতা।


হঠাৎ করেই বেজে ওঠে
মৃত এক সেঁতারার টুংটাং শব্দ,
যে টুংটাং শব্দে পাগলের মনেও মেঘ জমে
হঠাৎ ঝরে পড়ে অঝর ধারায় বৃষ্টি।


পাগলের চোখ দিয়েও অশ্রু ঝরে
অসহায়ের মনে আর্তনাদের চিৎকার,
একদিন হয়তো চলে যেতে হবে
পৃথিবী থেকে নিয়ে চির বিদায়।


ধুররররর.....!
অযাচিত ভাবনা গুলো শুধু আমার হৃদয় রাজ্যে।


ভাবনা গুলোর পায়ে শিখল পড়ানো
ছুটতে চাইলে হোঁচট খাই নিজের অজান্তে।


কাছে থেকেও তুমি কত দূর দেশী
ছোঁয়া যায় না যাকে,মন ছুঁয়ে সে থাকে,
আনমনা সব ভাবনার সাথে আনমনে সারাক্ষণ
নিজেই নিজের সাথে অভিমানে কথোপকথন।