ঐ যে দেখ পথের ধারে
ছোট্ট শিশুগুলি,
আদুল গায়ে বসে আছে
মেখে কালিকুলি।
তাদের দেখে ধনীর দুলাল
পথ চলেছে ঐ,
নতুন জামা গায়ে দিয়ে
করছে তারা হৈচৈ।
তোমার আছে শত জামা
একটি দিয়ে দাও,
দুঃখ সুখের সাথী হয়ে
আপন করে নাও।
গরিব মায়ের সন্তানেরা
ঘুমায় পথের পাশে,
ধনী মায়ের সন্তানেরা
তাদের দেখে হাসে।
দেশের রাজা,দেশের ধনী
এতই দয়াহীন,
গরিব মায়ের সন্তানেরা
অনাহারে ক্ষীন।