ওগো সীতামহালাক্সমী, বসন্তে করো না বিলাপ মননে,
শীর্ণকায় শরীর আজ নেই তো বিরাগের কারণ,
আত্মতৃপ্তির অবগুণ্ঠন করো না বিবর্ণ ভরা যৌবনে
হরিণ চোখের চঞ্চল ইশারায় হলো মোর আত্মার লুণ্ঠন।


মনে পুলকিত মেখে আজ শিহরণ জাগে রঙিন স্বপ্ন চোখে,
প্রেমীকের মনে বাঁচা মরার রণ, প্রেমহীন কাতর শোকে।
সিন্ধুর স্রোতে ভেসে যায় আজ প্রেয়সীর কাজল,
ভালবাসা ধামাচাপা, ফল্লুর বালির স্তরে কলকল।


কি অস্বস্তিকর! জীবনে অনড়, বসন্তে একেলা প্রহর,
নুপুড়ের আওয়াজে ছল ছল কুয়াশার শিশির মাখা পায়,
ব্যাকুলতা, বিস্মৃতি ফেলে জাগো হে মোহিনী মন্ত্রে মানসির,
আজ শূণ্য সবি তবে তুমি আছো হৃদয়ের গহীনতায়।