হে প্রেয়সী,
জাগো, জাগো, নিভে গেছে নক্ষত্রের সব আলো,
দেখ একবার চোখ খোলে প্রজন্ম গেছে ক্ষয়ে
পাহাড়ের পিছনে জন্ম, প্রহর বিষণ্ণতায় কালো।
রোজ সকালে সূর্য দেখা মেয়েরা হলো প্রবীণা,
ঘষছে তাদের ঘুম ঘুম চোখ, জ্যোতি গেল হারিয়ে।


হে প্রেয়সী,
জাগো প্রিয়, শুনো কান পেতে, শব্দ আসছে ধেয়ে
সূর্য দিচ্ছে উঁকিঝুঁকি আঁধার চলে গেছে পালিয়ে;
প্রথম আলোয়, আঁধার চলিল তোমার দুয়ার থেকে।
তাড়িয়ে দিচ্ছে একটা ম্লান ছায়া, নবজন্ম দাড়িয়ে,
নতুন আলো কড়া নাড়ছে তোমার লাগানো দুয়ারে।


হে প্রেয়সী,
টানছে আমার অলস চোখ, হারিয়েছি চক্ষু জ্যোতি,
মৃত্যু জড়িয়ে ধরেছে আষ্টেপৃষ্ঠে, বিদ্বেষ ভরা জীবন
আলোর রশ্মি টানছে আত্মা, আয়ু গুনছে প্রহরী।