ভালোবাসা! প্রণয়ের প্রীতি,
কত প্রবীণ যুবক হলো, বাঁজলো বাঁশি,
আবার কত যুবক পিষ্ট হলো, প্রণয়ের প্রীতি দায়ী।
প্রণয়েরর পরিণয়ে ধ্বংস হলো কত নগরী,
আবার যুবতির স্পর্শে স্পন্দিত যুবকের নাড়ি।


হে প্রণয়, পরিণতি যার মহাক্ষয়,
কত মরদেহর ঝুলানো স্কেচ, স্থবির দেয়ালিকায়,
কত অমাবস্যা দিয়েছে প্রেমীকের আর্তনাদে সায়।
অস্থিত্বের সংকটে প্রেয়সীর জীবন বিভীষিকাময়,
আবার কত প্রীতির বন্ধনে হলো সুখের পরিণয়।

মহাকাল আজ সাক্ষী, প্রীতির বন্ধন হোক স্থায়ী,
অস্ফুট আর্তনাদের হোক অন্তিম সহমরণ,
প্রণয়ের হোক পরিণতি।