ওই পৃথিবী! ধূলীমলিন এই পৃথিবীর বুকে-
জমির উদ্দিনও তার স্বপ্ন ছুঁতে চেয়েছিলো।
মাঠে মাঠে রোদে পুড়ে-
চেয়েছিলো প্রথম বিপ্লবের উল্লাস, ছিলো উচ্ছ্বাস।
ওহ্ পৃথিবী! জীবনের স্বপ্ন হয় ধ্বংসত,
তার মনে ছিলো সন্তানের বিজয়ী চেহারা শত।
কিন্তু সে জানতো না তরুণের জীবনে আসে,
অপসংস্কৃতি আর হায়নার অদৃশ্য থাবা।
চারদিকে কেমন ধোঁয়া উঠা মাদকের ছড়াছড়ি,
হাজার জমির দেখে সন্তানের ডুবন্ত তরী।
আহ! তারপর? আর তারপর আর কি?
জমিরেরা ইতি টানে স্বপ্নের সকল ধমনীতে।
আহা! জমির উদ্দিন যদি জানত তবে-
বিপ্লবের বীজ অধিক রোপিত শতাব্দী পূর্বে,
সেই বিপ্লব গ্লাস করতো শত বিভৎস তরী।