জমির উদ্দিন বলেছিলো সেই কবে-
তার জমিতে বিপ্লবের বীজ পুঁতেছে।
তার দুঃখ কষ্টের হবে নাকি প্রস্থান,
গরিবের ভেদাভেদের স্থান হবে শ্মশান।


সে এও বলেছিলো-
মন্ত্র উচ্চারণ করেছে সমতার বিধান,
অসমতার প্রহসন শেষ হবে-
স্থায়ী হবে মনুষ্যত্বের শান-মান।
ঘরে ঘরে দিকে দিকে জয়োল্লাস হবে,
কার এমন সাহস তবে-
অনাহারির পেটে লাথি মারবে!
থাকবে না অনাহারী, থাকবে না রশি,
বিপ্লবের ফসল পুষ্ট হয়ে যাবে,
ভরে যাবে অনাহারির শানকি।


কিন্তু সেই অনাহারী কি বেঁচে আছে?
বিপ্লবের ফসল পুষ্ট হবে কবে?
প্রহর ঘনিয়ে পেরিয়ে হলো অর্ধশত।
ঘরে ঘরে সমৃদ্ধির জন্য মানুষের ব্রত।


(সংক্ষিপ্ত)
কবিতাটি পর্ব আকারে দেওয়া হবে।