আমি হতে চাই সূর্যের আলোকরশ্মি
সূর্যরশ্মির তাপে মুছে দিতে চাই
দুনিয়াতে যত আছে পাপ।


আমি নজরুলের সেই বিদ্রোহী হতে চাই
যার বিদ্রোহে অসাম্যের সমাজ ভেঙ্গে যাবে।


আমি হতে চাই,কবুতর
শান্তির প্রতীক হয়ে উড়তে চাই
ডানা মেলে,উড়তে চাই আকাশ ও প্রান্তরে
দূর করতে চাই শত শত অশান্তির
প্রতীকী চিহ্নকে।।


আমি উড়তে চাই পাখি হয়ে
ঐ নীল আকাশের যতটুকু দেখা যাবে
জয় করে উড়ে বেড়াব,
গ্রহ থেকে গ্রহাণুপুঞ্জে
দুর্নীতিকে রেখে আসব অনন্ত অনলে।


আমি প্রজাপতি হতে চাই
ঘুরতে চাই অজস্র ফুলের সমাহারে,
ফুলের সৌরব মেখে নিব সারা শরীরে
ফুলের সৌরভ রুখে দিবে অন্যায়কে।