আহ্! যদি জানতে তুমি বাংলায় এখন রাজত্ব বিদেশিনীর
যদি জানতে তুমি পাশ্চাত্য বিহীন তাচ্ছিল্যের সুর প্রতি বাঙালির!
চায়ের কাপে চুমুক দিতে দিতে ইংলিশ বলে অনর্গল,
নৃত্যকলায় নজরুল রবি নেই, চলে হিন্দির রাজত্ব প্রবল।


চাকরির প্রহসনে ইংলিশ ছাড়া ছাত্র জীবন হবে অচল,
বাংলায় পড়ি বলে গোপন সমরে চলে সমালোচনার ঝড়।
'প' উচ্চারনে বল 'হ' কেমন শিক্ষিত বাঙালি আমায় বল,
যদি আবার আসো সম্মুখ সমরে, বর্ণমালা ঘসে দিবো মুখের উপড়।


বাক স্বাধীনতা যেখানে চৌদ্দ শিকেতে কারারুদ্ধ;
বাহাত্তর বছর পর ভাষার স্বাধীনতা সেখানে উপহাস মাত্র!
আমি হয়তো বায়ান্নতে জন্মাইনি, তবে ইতিহাস জেনেছি,
শহীদদের মৃত্যু কি শুধুই বেদিতে ফুল দেওয়াতে থাকবে বন্দি?


সিংহ চিহ্নিত আসনে বসেছে ছলনাময়ীর ভীমরতি দল,
পঞ্চ স্তম্বের সামনে গভীর নিশিতে কালো কাপড়ে পুষ্প নিবেদন!
ইহাই কি প্রাপ্য শহীদের? এ কেমন অন্যায় নিগূঢ় প্রহসন!
মুখে মুখে বিদেশীদের ছল, দেশ ছেড়ে বের হ হারামজাদার দল।