অনিকেত
পান্না আকন্দ


হৃদয় রঙে জাগে কবিতা,প্রেমের ঘোর ছিঁড়ে
সন্ধ্যার কূলে জীবন প্রদীপ  নিবুনিবু,
দূরে পশ্চিমে ছোপ ছোপ কালো মেঘ ভাসে
আমারে ডাকে, ডেকে ডেকে চলে।


নীরব করবী বনে পাখিরা করে কিচিরমিচির
লুব্ধচিত্তে কোকিলের অধ্যয়ন কুহু কুহু;
সুদুর্গম জীবনে পথশূন্য প্রান্তর
কল্পনার জালে তপ্তদেহ, শুষ্ককণ্ঠ,নিঃশব্দ হৃদয়।


সমস্ত নীড়ে আজ সুস্নিগ্ধ আঁধার খেলছে
যদি হয় ভবিষ্যৎ দুরাশায় ঢাকা,
ভেসে যায় বন্ধুর মুগ্ধ আঁখি
অকাল নিশিতে আমি দিলাম নিজেকে সঁপে।


সমাপ্তি চাই দু-চোখের সুন্দরের
এবারে আর ফিরবো না জীবন তীরে
পাখিরা ফিরে যাক নীড়ে, আমি যাবো না!
এ পৃথিবীতে আমি অনিকেত।


২৪মে২০২০