আপোষহীন মৃত্যুর স্পৃহা
পান্না আকন্দ


যুক্তির খন্ডনে বইতে পারিনা জীবন তরী
তাই তো অযৌক্তিক আপোষে মরি,


রকমফেরের বাহনে বাঁধা সপ্নের চূড়া
ভেঙে চলছে আপন মন কৌশলী যারা।


আমি এক অসম্ভব মৃত্যু আহ্বান করি
আমি জয় নয় ধ্বংসকে জাপটে ধরি।


আমি , তুমি না তোমরা না,
আমার আমিকে কাঁদিয়ে চলি নিরন্তর।


পান্না প্রবালে আমার দৃষ্টি ধরে না।
পথের ধূলো মেখে হতে চাই ধূলি কন্যা।


এমন জীবনে করে আমায় তাড়না
যেথায় আছে কাঁটা বেতের বিছানা।
নির্বিশেষে করি অসম্ভব  মৃত্যুর কামনা।