চলো এবার ছেড়ে যাই
পান্না আকন্দ
০২০২২০২০


বেশ তো হলো, ভাঙা গড়ার লেনাদেনা
মাখা হলো তরল স্বাদে সিক্ত জোছনা।
তুলো তুলো রোদে পোড়ানো হলো অনল চোখ
তাই থোকা থোকা অন্ধকারে ঘেরাও চারপাশ!


হৃদয় পটে বুনা হলে মৃত্তিকার আগুন
নরম বুকে চলে বিসর্জনের মঞ্চায়ন
যে বুকে চাষ করেছি ভালবাসার জালাপাট
তা কেবল হাজারো নালিশের পাহাড়।

অঘ্রাণের বাষ্পাচ্ছন্ন আকাশে অস্বচ্ছ জ্যোৎস্না
আবেগের শ্বেতমর্মর মায়াপুরীর ন্যায় আর ডাকে না
যে ছুঁয়ায় বুকের লোমাঞ্চ শিহরিত হয় না
তা কিভাবে মনের ফটক খোলে দেখবে রক্ত কান্না?


মনোরমা কৃতজ্ঞতায় দু-চোখ পূর্ণ করে
শেষ উপহার শিমুল ফুলে ফুলে
ভালোবেসে ভালোবেসে মনের প্রাচুর্য দিয়ে বলি-
বলি সমস্বরে, চলো এবার ছেড়ে যাই!
চলো এবার ছেড়ে যাই একে ওপরে।