,প্রিয় শহরের শোক
৮/১০/১৯(১১ঃ৪০pm)


সময়ের দামে কেনা মানুষ
সময়কে কেনার জন্য বেহুশ!
একরাতের বিনিময়ে একটা জীবন
শত রাতের বেসাতিতে আমরণ।।


একশো একটা পোকার যন্ত্রণা
জীবনের ছুটি চেয়ে পাচ্ছেনা,
রাতভর জেগে থেকে সাধনা
মরণ তাদের চিনতে পারছেনা।


আর্ত বা ক্ষুধার্ত বাঁকা পাঁজরে
রংধনুর বিবর্ণ রং খেলা করে
এসবের খোঁজে যেতে হবেনা
সিরিয়া,ফিলিস্তিন অথবা অজানা।


আমার প্রিয় এই শহরের নির্জনে
অনেক অবোধ খাবার খোঁজে ডাস্টবিনে,
মায়ের ছেঁড়া আচল কাটে দাঁতে
ক্ষুধার রত্ন উদরে নির্ঘুম কাটে রাতে।


তবুও এ শহরের ধনবান বিত্তশালী
কলোনির খোঁজ না নিয়ে  ছুটাছুটি
দেখে কোথায় নাইট ক্লাব খালি!
বিয়ারের টানে খায় মাটিতে লুটালুটি।


এসো হে অবোধ শিশু, বুড়ো-বুড়ি
আমরা না হয় পচনে পচনে
এ জীবন বহন দহনে মরি!
একদিন এই মেঘ ঢাকা ঊষা হাসবে
তোমার-আমার  ফুল-কুঁড়ি
দু-মুঠো  ভাতের ফেনে ভাসবে।